শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তাফসির আউয়ালকে ২৫ দিনে তিনবার দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

পারিবারিক ঝামেলার কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) বারবার তলব করছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুপুত্র তাফসির আউয়াল। গত ৩১ আগস্ট প্রথম তাকে ডাকা হয়। গতকাল পর্যন্ত ২৫ দিনে তাকে তিনবার ডাকা হয়েছে। গতকাল দুদকে তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, এত স্বল্প সময়ে অন্য কাউকে এতবার ডাকা হয়েছে কিনা তা আমার জানা নেই। তাফসির আউয়াল মনে করেন, তার জবাবে দুদকের সন্তুষ্ট না হওয়ার কিছু নেই। তারা জিজ্ঞাসা করেছেন তিনি উত্তর দিয়েছেন। কাগজপত্র দিয়েছেন। ডাকলে আবার আসবেন। আপনাকে একই বিষয়ে বারবার কেন ডাকা হচ্ছে বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে তাফসির বলেন, ‘আমি তো মনে করি, আমার পারিবারিক ঝামেলার জন্য বারবার ডাকা হচ্ছে।

 সন্তান থেকে দূরে রাখার জন্য এমনটি করা হচ্ছে। আমি আগেও বলেছি, হয়তো দুদক জানে না, আমার পারিবারিক ঝামেলা চলছে লন্ডনে। লন্ডনের আদালতও আমার ছোট মেয়েটিকে দেখাশোনার জন্য অনুমতি দিয়েছে। আমি মনে করি, আমাকে বারবার এখানে নিয়ে আসা, এখানে রেখে দেওয়া ওই কারণে যাতে মেয়েকে দেখতে না পারি।’তিনি বলেন, তার মেয়ের বয়স ২০ মাস। তিনি মেয়েকে দেখতে যেতে চান। আবার ডাকলে তো মেয়েকে দেখতে যেতে পারবেন না। না ডাকলে মেয়েকে দেখার জন্য লন্ডন যাবেন। লন্ডন যেতে বাধা দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তাফসির বলেন, ওই রকম কিছু বলেনি। আবার ডাকলে তো না এসে উপায় নেই।

পারিবারিক সূত্র জানায়, তাফসির আউয়াল ২০১৩ সালে মায়া বাড়োলো রিজভীকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে শিশু সন্তান আছে। সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদ হয়। শিশুকন্যার অবস্থান কী হবে, তা নিয়ে মা-বাবা লন্ডনে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাফসির আউয়ালের স্ত্রী মায়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর মেয়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর