শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ইফতেখারুজ্জামানের বিবৃতি

স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জন্য পর্যাপ্ত জলবায়ু তহবিল নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জন্য পর্যান্ত জলবায়ু তহবিল নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় অভিযোজন এবং প্রশমনের জন্য শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুত অনুদানভিত্তিক তহবিল প্রদান করতে হবে।  এ ছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দূষণমূলক কার্যক্রমের বিরুদ্ধে সারা বিশে^র স্কুলশিক্ষার্থীদের ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, কভিড-১৯ সংকটের কারণে বৈশি^ক অর্থনীতি পুনরুদ্ধারের নামে শিল্পোন্নত দেশগুলো গ্রিন রিকভারির প্রস্তাব মানছে না।

কার্বন নিঃসরণকারী যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ এ ব্যাপারে উল্টো অবস্থান গ্রহণ করেছে। ফলে বৈশি^ক গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের ঝুঁকি উদ্বেগজনকভাবে বাড়ছে। বৈশ্বিক তাপমাত্রা কমপক্ষে ২ ডিগ্রি ও ক্রমান্বয়ে তা ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখার যে লক্ষ্যমাত্রা প্যারিস চুক্তিতে নির্ধারিত হয়েছিল তা উপেক্ষিত থাকছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্যারিস চুক্তিতে ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশের প্রতিশ্রুত প্রশমন কার্যক্রম বাস্তবায়নের পরিবর্তে উল্টো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। এই প্রকৃতি ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম গ্রহণ থেকে সরে আসা উচিত। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিশ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে বৈশি^ক জলবায়ু সংকট চরম আকার ধারণ করবে। তাই শিল্পোন্নত রাষ্ট্রগুলোর প্যারিস অঙ্গীকার মেনে ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর