শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নদ-নদীর পানি বাড়ছেই দুর্ভোগে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

নদ-নদীর পানি বাড়ছেই দুর্ভোগে লাখো মানুষ

লালমনিরহাটে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। ছবিটি গতকাল চার রুদ্রেশ্বর এলাকা থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

দেশের নদ-নদীর পানি বেড়েই চলেছে। গতকাল সকালেও চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বিকাল নাগাদ আরও কয়েকটি নদী ও শাখা নদী বিপৎসীমা অতিক্রম করে। অব্যাহত পানি বাড়ছে ব্রহ্মপুত্র-যমুনা ও উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার সব প্রধান নদীর। এতে আবারও তলিয়ে গেছে দেশের উত্তর প্রান্তের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল ও চরগুলো। দেড় মাসের টানা বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই ফের পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল সকালে জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১০১টি পানি সমতল স্টেশনের ৬৬টিতে পানি বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামে ধরলা নদী বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে যমুনা নদী বিপৎসীমার ৪ সেন্টিমিটার ও সিংড়ায় গুড় নদী বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লরেরগড়ে যদুকাটা নদীর পানি সমতল এক দিনেই ১২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিকাল নাগাদ আরও বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য- সুনামগঞ্জ : সুরমা নদী বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী জেলাটি এক মৌসুমে চতুর্থ দফা বন্যার মুখে পড়তে যাচ্ছে। এরই মধ্যে অনেক এলাকা    তলিয়ে গেছে। পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা সাব-মার্জিবল অংশ ডুবে যাওয়ায় ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। শঙ্কিত হয়ে পড়েছেন জেলার আমন চাষিরা। কুড়িগ্রাম : পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ছোট-বড় সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর পর কয়েক দফা বন্যায় নাজেহাল হয়ে পড়েছে জেলার নদীতীরবর্তী মানুষ। জেলার সদর, রাজারহাট, উলিপুর ও ফুলবাড়ী উপজেলাসহ ৪টি উপজেলার শতাধিক চর ও দ্বীপচরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। লালমনিরহাট : তিস্তা, ধরলাসহ সব নদীর পানি বাড়ায় পঞ্চম দফায় বন্যার কবলে পড়েছে লালমনিরহাট। পানি বাড়ায় লালমনিরহাট সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেই সঙ্গে তীব্র ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর