শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

চালের দাম বেড়েছে নতুন করে সব ধরনের সবজির অগ্নিমূল্য

নিজস্ব প্রতিবেদক

স্বাভাবিক বাজারে পিঁয়াজের দর ছিল ৪৫ টাকা কেজি। ভারত রপ্তানি বন্ধের খবরে ১০০ টাকা কেজিতে পৌঁছয় আমদানি করা পিঁয়াজ। সরকারে উদ্যোগে দাম কমার কথা বলা হলে বাস্তবে কেজিপ্রতি কমেছে মাত্র ২০ টাকা। অর্থাৎ দাম কমে ৪৫ টাকার পিঁয়াজ এখনো ৮০ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। এদিকে নতুন করে এ সপ্তাহে কোনো কারণ ছাড়াই বেড়েছে সব ধরনের চালের দাম। এছাড়া বাজারে কয়েক সপ্তাহ ধরে সব ধরনের সবজির দরও আকাশছোঁয়া। গত সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে ২ টাকা করে  বেড়েছে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। হঠাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই চালের দাম প্রতি কেজিতে অন্তত দুই টাকা বেড়ে যায়। এক সপ্তাহের মধ্যে পাইজামের দর ৪৫ টাকা থেকে বেড়ে ৪৭ টাকা কেজি হয়েছে। সাধারণ মানের মিনিকেট ৪৮ টাকা থেকে বেড়ে ৫১ টাকা কেজি হয়েছে। বিআর আটাশ সাড়ে ৪২ টাকা থেকে বেড়ে ৪৪ টাকা হয়েছে। ব্র্যান্ডের মিনিকেটের ৫০ কেজির বস্তা ২৫০০ টাকা থেকে বেড়ে ২৭০০ টাকায় বিক্রি হচ্ছে। মিল পর্যায়ে এখন মিনিকেট ২৭০০ টাকা, পাইজাম, লতা বিআর আটাশ ২৩৫০ টাকা, মোটা চাল ২২০০ টাকায় প্রতিবস্তা বিক্রি হচ্ছে। পিঁয়াজের দর নিয়ে অস্থিরতা কোনোভাবেই কাটেনি। টিসিবি খোলাবাজারে পিঁয়াজ বিক্রি করলেও বাজারে তার প্রভাব দেখা যায়নি। ভারত হুট করে বাংলাদেশে পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার খবরে দেশি পিঁয়াজের কেজি ১১০ টাকা এবং আমদানি করা ভারতীয় পিঁয়াজের কেজি ৮০ টাকায় ওঠে। কয়েকদিন পর দাম কিছু কমে আসে। তবে গত সপ্তাহে আবার আগের দামেই ফিরে গেছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, খুচরা বাজারে দেশি পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। আমদানি করা পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭৫  থেকে ৮০ টাকা। কাঁচাবাজারে দেখা গেছে, আগের মতোই শীতের আগাম সবজি শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। ছোট আকারের ফুলকপি, বাঁধাকপির পিস ৩০-৫০ টাকা। পাকা টমেটোর  কেজি ১২০-১৪০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা  কেজি দরে। করল্লা কেজি বিক্রি হচ্ছে ৭০-১০০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি দরে। এছাড়া পটোল, ঝিঙা, কাঁকরোল, লাউ, চিচিঙ্গা, বেগুনের দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। পটোলের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, ঝিঙা ৫০-৬০ টাকা, কাঁকরোল ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা। বেগুন ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। কাঁচামরিচের দাম মান ভেদে প্রতি কেজি ১৪০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ও ডিম আগের দামেই বিক্রি হচ্ছে। আলুর কেজি ৪০-৪২ টাকা। আর ফার্মের মুরগির ডিমের ডজন ১১০-১১৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কিছু কমেছে আগের সপ্তাহ থেকে।

কেজি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৩০ থেকে ১৪৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ টাকা কমেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর