শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নতুন সংকটে খুলনার ক্ষুদ্র উদ্যোক্তারা

কাঁচামালের অভাব, পণ্য বিক্রি কম, পুঁজির ঘাটতি

সামছুজ্জামান শাহীন, খুলনা

লকডাউনের পর খুলনার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু হলেও এবার নতুন সংকটে পড়েছে উদ্যোক্তারা। কাঁচামালের অভাব, পণ্য বিক্রি কমে যাওয়াসহ রয়েছে আর্থিক সংকটে। লোকসানের মুখে শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারাচ্ছে অসংখ্য শ্রমিক।  জানা যায়, খুলনা নগরীর শেখপাড়া লোহাপট্টি, শেখপাড়া বাজার, হাজী ইসমাইল রোড, দৌলতপুর ও খালিশপুর এলাকায় রয়েছে কয়েক শ ছোট মাঝারি শিল্পকারখানা। এসব প্রতিষ্ঠানে গৃহস্থালি পণ্য স্টিলের আলমারি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-কলস, লোহার যন্ত্রাংশ তৈরি, খাদ্যপণ্য উৎপাদনে জড়িত কয়েক হাজার শ্রমিক। করোনা সংক্রমণের পর লকডাউনে বন্ধ ছিল এসব প্রতিষ্ঠান। ফের উৎপাদন শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতিতে বিপাকে পড়েছে অধিকাংশ উদ্যোক্তারা। গল্লামারী এলাকায় হাঁড়ি-কলস তৈরি কারখানার মালিক মোশারাফ হোসেন বলেন, ‘বেচাকেনা ভালো নয়। বাইরে থেকে কেউ মালামাল কিনতে আসেন না। কাঁচামাল পাওয়া যায় না, দামও বেশি। উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে লোকসান গুনতে হচ্ছে।’ আর্থিক চ্যালেঞ্জে শুধু শিল্প উদ্যোক্তরাই নন, দুশ্চিন্তায় শ্রমিকরাও। একই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক জাফর হোসেন জানান, ‘ছোটবেলা থেকে এই কাজ শিখছি, কারখানা বন্ধ হয়ে গেলে না খেয়ে থাকতে হবে।’ একই অবস্থা অধিকাংশ ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানে। এদিকে লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে হোল্ডিং ট্যাক্স কমানো, ঋণে সুদ মওকুফসহ বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ খুলনার বিভাগীয় প্রধান                শামীমা সুলতানা শিলু বলেন, এ মুহূর্তে উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ বা বিশেষ প্রণোদনা দেওয়া হলে এসব শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে। খুলনায় ব্যাংকগুলো সম্প্রতি ৬ শতাংশ সুদে ঋণ দিতে রাজি হয়েছে। কিন্তু সবাই এই ঋণের আওতায় আসছে না। যারা ব্যাংক থেকে আগেই ঋণ নিয়েছেন এবং ওই ঋণের অর্ধেক বা তার বেশি শোধ করেছেন, এমন উদ্যোক্তাকে প্রণোদনার আওতায় ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। জানা যায়, খুলনায় বিসিকের আওতায় নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে প্রায় সাড়ে তিন হাজার।

অনিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে আরও কয়েক হাজার। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে সেই লেনদেন মূলত ব্যাংক করবে। বিসিক এ কাজে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ঋণ সহায়তা পেতে ব্যাংকে যোগাযোগ তৈরি করে দিচ্ছে। এর মধ্যে তালিকা তৈরির কাজ শুরু করেছে বিসিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর