শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার পর এবার রামেকে লাঞ্ছিত হলেন কলেজশিক্ষক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে মুচলেকা আদায়ের ঘটনার রেস কাটতে না কাটতেই কলেজ শিক্ষক রোগীকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। গতকাল রামেকের ইন্টার্ন চিকিৎসকরা জোরপূর্বক মুচলেকা আদায় করেছেন। নগরীর বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মামুনুর রশীদ রিপন বৃহস্পতিবার রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে ভর্তি হন। কিন্তু কোনো চিকিৎসকের সেবা না পেয়ে নার্সকে অনুযোগ করে বলেন, আমারও এক বন্ধু চিকিৎসক। কিন্তু সেবা পাইনি। গতকাল একজন চিকিৎসক ওয়ার্ডে এলে নার্স তাকে বিষয়টি জানান। আর এ কথা শুনেই ওই চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ইন্টার্ন চিকিৎসকদের ডেকে আনেন। ইন্টার্নরা ডাকেন আনসার সদস্যদের। তারা ওই শিক্ষকের গায়ে হাত তোলেন। শিক্ষক রিপন জানান, ‘আমি রোগী। আমাকেই            যদি মারধর করা হয় তাহলে এটা কোনো হাসপাতাল? এসব দেখার কি কেউ নেই?’ তিনি জানান, মারধরের পর উল্টো তার কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়েছে। মুচলেকার কাগজে লেখা ছিল- রিপন চিকিৎসকদের সঙ্গে অশ্লীল ও অসদাচরণ করেছেন। স্বাক্ষর করতে না চাইলে জোর করে মুচলেকার কাগজে তার টিপসই নেওয়া হয়। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান। রামেকের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, তিনি বিষয়টি এখনো জানেন না। তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখবেন। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর রামেকে বিনা চিকিৎসায় মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু হয়। মুক্তিযোদ্ধার সন্তান এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

মারধর করা হয় মুক্তিযোদ্ধাকেও। এ নিয়ে আন্দোলনে নামেন রাজশাহীর মুক্তিযোদ্ধারা। মাঠে নামে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। পরে ওই মুক্তিযোদ্ধা দুই ইন্টার্ন চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর জেলা প্রশাসক উভয়পক্ষের মীমাংসা করে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর