রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নলকূপের গর্ত থেকে বের হচ্ছে গ্যাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা উপজেলায় গভীর নলকূপের গর্ত থেকে দ্রুত গতিতে বের হচ্ছে গ্যাস। এর সঙ্গে বের হয়ে আসছে বালু ও পানি। সরেজমিন গিয়ে দেখা যায়, জয়পুর মুসলিমপাড়ায় ওই স্থান ঘিরে উৎসুক জনতার ভিড়। অনেকে গর্তের মুখ থেকে পলিথিনে গ্যাস ভরে তাতে আগুন জ্বালিয়ে পরীক্ষা করছেন।

গন্ধহীন গ্যাসে আগুন লাগানোর সঙ্গে সঙ্গে তা’ বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ছে।

জানা যায়, শুক্রবার সকালে জামরুল শেখের বাড়িতে নলকূপ বসাতে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রায় ১০০ ফুট নিচে নলকূপের পাইপ ঢোকানোর পরই গ্যাসের প্রচ- চাপে পাইপগুলো প্রচ- গতিতে মাটির ওপরে উঠে আসে। এর মধ্যে একটি পাইপ পাশের বাড়ির ছাদে ছিটকে পড়ে। বর্তমানে ওই গর্ত থেকে অনবরত গ্যাস বের হচ্ছে।

বাড়ির মালিক জামরুল শেখ জানান, শ্রমিকরা শুক্রবার সকালে মাটির নিচে ২০ ফুটের ৫টি পাইপ পোতার পর চাপ অনুভব করেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ নলকূপের পাইপসহ সব যন্ত্রাংশ ছিটকে বেরিয়ে আসে। এরপর শ্রমিকরা ভয়ে পালিয়ে যায়। খবর পেয়ে লোকজন ভিড় করেছে।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ওই স্থানে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে।

সর্বশেষ খবর