রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা ছাড়াও জন্মস্থান কুড়িগ্রামে থাকছে নানা আয়োজন। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে লেখকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসন, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত উদ্যোগে থাকছে র‌্যালি, দোয়া মাহফিল, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো দেয়ালের দেশ, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, মৃগয়ায় কালক্ষেপ, স্তব্ধতার অনুবাদ, এক যুবকের ছায়াপথ, স্বপ্ন সংক্রান্ত, বৃষ্টি ও বিদ্রোহীগণ ইত্যাদি।

১৯৫৯ সালে ‘মাটির পাহাড়’ চলচ্চিত্রের চিত্রনাট্য দিয়ে শুরু করে পরে তোমার আমার, শীত বিকেল, কাঁচ কাটা হীরে, ক খ গ ঘ ঙ, ‘বড় ভালো লোক ছিল, পুরস্কার’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পদক লাভ করেন। এ ছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কারও লাভ করেন।

 

সর্বশেষ খবর