রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভুল সংশোধনেই কমেছে আপিল বিভাগের ৪ হাজার মামলা

নিজস্ব প্রতিবেদক

ভুল সংশোধনেই কমেছে আপিল বিভাগের ৪ হাজার মামলা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় থাকা ভুল সংশোধনের পর এ বিভাগের মামলাজট কমেছে ৪ হাজার ৮১টি। এ ছাড়া ভার্চুয়াল আদালতে আরও ৪ হাজার ৭৩টি মামলা নিষ্পত্তির পর আপিল বিভাগে বিচারাধীন মামলা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬০-এ। গতকাল আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা নিয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ২৩ হাজার ৬১৭। তবে নিষ্পিত্তকৃত মামলার সংখ্যাসহ নির্ভুল ও কার্যকর গণনায় পরিলক্ষিত হয়েছে যে, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৪৬০। এর মধ্যে চলতি বছরের ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে ভার্চুয়াল মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৭৩টি মামলা। নির্ভুল তালিকা প্রণয়নের পর মামলা কমেছে আরও ৪ হাজার ৮১টি। বিজ্ঞপ্তিতে সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা নিজ নিজ চেম্বার বা বাসায় অবস্থান করে খুব সহজে ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগে শুনানিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কর্মোদ্যম ও আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টায় ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম কভিড-১৯ মহামারীতেও বিচারপ্রার্থী জনগণকে সেবা প্রদান করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ খবর