রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
নব্বইয়ের ডাকসু নেতাদের বিবৃতি

নূরের বিরুদ্ধে মামলা সরকারের দেউলিয়াত্ব

নিজস্ব প্রতিবেদক

নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা বলেছেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর নির্যাতন ও মামলায় সরকারের রাজনৈতিক দেউলিয়াত্ব নগ্নভাবে উন্মোচিত হয়েছে। বিরোধী দল ও মতকে দমন করার ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবেই নূরের বিরুদ্ধে এই মামলা-হামলা। নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখতেই ভোটারবিহীন অবৈধ সরকার ডাকসুর মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও সংগ্রামী ছাত্র নেতৃত্বের চরিত্র হননের জঘন্য খেলায় লিপ্ত হয়েছে। সম্প্রতি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ বিভিন্ন মামলা দায়ের এবং তাকে দফায় দফায় গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদে    গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা এসব কথা বলেন। সর্বদলীয় ছাত্রঐক্যের নেতাদের এই যুক্ত বিবৃতিতে ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফ উদ্দিন আহমেদ মনি, খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান আসাদ প্রমুখ স্বাক্ষর করেন।

এতে তারা বিদায়ী ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ তাকে দফায় দফায় গ্রেফতার ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য নেতারা সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা ছাত্রসমাজ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান।

সর্বশেষ খবর