সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ট্রিপল নাইনে ফোন

মেঘনা নদী থেকে উদ্ধার ১০০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় জরুরি নম্বর ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে নোয়াখালীর হাতিয়া উপকূলে মেঘনা নদী থেকে ১০০ জন ট্রলার যাত্রীকে উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ। ট্রিপল নাইনের পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল দুপুরে ওই ট্রলারের যাত্রী আবদুর রহমান ট্রিপল নাইনে ফোন করে জানান, তারা একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে নারী-শিশুসহ প্রায় ১০০ জন হাতিয়া থেকে চেয়ারম্যানঘাট যাচ্ছিলেন। পথে চেয়ারম্যানঘাট থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে মাঝনদীতে ট্রলারটি বিকল হয়ে যায়। আবদুর রহমান আরও জানান, নদীতে তখন প্রচ  স্রোত ছিল ও ঝড়ো বাতাস বইছিল। তাদের বিকল ট্রলারটি নদীর উত্তাল ঢেউয়ে দিকবিদিক ভাসছিল।

আবদুর রহমান তাদের উদ্ধারের অনুরোধ করেন। ট্রিপল নাইন কর্তৃপক্ষ বিষয়টি নোয়াখালী জেলা পুলিশকে অবহিত করে। পরে নোয়াখালীর হাতিয়া থানা পুলিশের দল একটি উদ্ধারকারী ট্রলার নিয়ে ঘটনাস্থলে যায়। তারা বিকল ট্রলারটি থেকে নারী-শিশুসহ প্রায় ১০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। বিকল ট্রলারটি উদ্ধারকারী ট্রলারের সঙ্গে বেঁধে তীরে নিয়ে আসা হয়।

 

সর্বশেষ খবর