সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

২ অক্টোবর থেকে বিমানের মাস্কাট ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটসমূহ একে একে পুনরায় চালু হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ২ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে শিডিউল ফ্লাইট আবার চালু হচ্ছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন গতকাল জানান, এই রুটে সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার এসব বাণিজ্যিক ফ্লাইট চলবে। আর এজন্য বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট ট্রাভেল এজেন্ট কিংবা বিমানের        সেলস কাউন্টার থেকে টিকিট কেনার জন্য যাত্রী সাধারণকে যোগাযোগ করতে হবে। এর আগে ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় ওমান সরকার বাংলাদেশ  থেকে সেদেশে সব ধরনের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয়। পরে গত ১৭ মার্চ রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনস এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে  দেয়। একই কারণে ২১ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বিমানের সিঙ্গাপুর ফ্লাইট। এতদিন বন্ধ থাকার পর ওইসব দেশের সরকার উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষাপটে বিমান এই দুই  দেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে। তবে এসব দেশে ফ্লাইট চলাচলের অনুমোদন দিলেও অনেক শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্ত মেনেই যাত্রী পরিবহন করতে হবে।

 

সর্বশেষ খবর