সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সপ্তাহের প্রথম দিনে সূচকের পতন, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে সূচকের পতন, বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম দিনে দরপতন দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। জানা গেছে, গত কয়েক কার্যদিবসের মতো লেনদেনের শুরুতে প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে শুরুতে সূচকের বড় উত্থান হলে শেষ দিকে এসে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। ফলে সবকটি সূচক ঋণাত্মক হয়ে পড়ে। দিনের লেনদেন  শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭১ পয়েন্টে নামে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১০৬ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধি পায়। দাম কমে ২১০টি প্রতিষ্ঠানের এবং ৪১টির দাম অপরিবর্তিত থাকে। লেনদেন হয়েছে এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৮০ কোটি ৫২ লাখ টাকা। টাকার পরিমাণে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি  ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৩ টাকার বেশি বেড়ে দাঁড়ায় ৩৪ টাকা ২০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকে সোনার বাংলা ইনস্যুরেন্স, তৃতীয় স্থানে বেক্সিমকো ফার্মা। এ ছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় লংকাবাংলা ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, বেক্সিমকো, এক্সপ্রেস ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স এবং প্রভাতী ইনস্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩১ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৬টির এবং ৩০টির দাম অপরিবর্তিত ছিল।

সর্বশেষ খবর