মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ডিএসইতে সূচক বেড়েছে কমেছে লেনদেন

একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে বড় ধরনের দরপতনের পর চলতি সপ্তাহের দ্বিতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। জানা গেছে, ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের বড় উত্থান হয়। তবে শেষ দিকে এসে বেশ কিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। এর পরও সূচকের উত্থান হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ৫০০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৪ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৫১টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন হয়েছিল ১ হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ১১৮ টাকা ৯০ পয়সা। এক দিনে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল ব্র্যাক ব্যাংক, এশিয়া ইনস্যুরেন্স, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, বিডি ফাইন্যান্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, নিটল ইনস্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইনস্যুরেন্স। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১২ পয়েন্ট। লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে ও কমেছে ১০৪টি। এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর