বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সিনিয়র নেতারা নিষ্ক্রিয় তৃণমূলে ক্ষোভ

বরিশাল মহানগর বিএনপি

রাহাত খান, বরিশাল

চার বছর ধরে মেয়াদোত্তীর্ণ বরিশাল মহানগর বিএনপির কমিটি। প্রথম সারির অনেক নেতা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। দলের স্থানীয় ও কেন্দ্রীয় কর্মসূচিতে সিনিয়র নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরা। আবার গত এক যুগ ধরে দলে সক্রিয় নেতা-কর্মীরা মামলায় জড়িয়েও সিনিয়রদের কাছে উপেক্ষিত। এ অবস্থায় নতুন কাউন্সিল করে রাজপথে সক্রিয় নেতা-কর্মীদের নিয়ে দল পুনর্গঠনের জন্য সম্প্রতি দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছে মহানগর বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারা।  ২০১৩ সালের ৫ অক্টোবর মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং কামরুল আহসান শাহীনকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর বিএনপির ১৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ২০১৪ সালের ২৩ নভেম্বর সাধারণ সম্পাদক শাহীনের মৃত্যুর পর সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। গত সাত বছরে এই কমিটির অধিকাংশ নেতা-কর্মী দলীয় নানা কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করতে গিয়ে কারাবরণসহ মামলায় জর্জরিত। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, কমিটি যখন অনুমোদন হয়েছিল তখন সবাই নিজ যোগ্যতায় স্থান পেয়েছিলেন।

দীর্ঘ দিনে অনেকে অসুস্থতা এবং বয়সের কারণে দলীয় কর্মকান্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অনেকে মামলায় জর্জরিত। কেন্দ্রের নির্দেশনা আছে রাজপথে সক্রিয় নেতাদের পদোন্নতির মাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠনের।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর