বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ডিসেম্বরেই শেষ চট্টগ্রামের সফটওয়্যার টেকনোলজি পার্কের কাজ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের ১ লাখ ১০ হাজার স্কয়ার ফিট জায়গায় নির্মাণ হচ্ছে চট্টগ্রামের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। ইতোমধ্যে অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় শেষ। আগামী ডিসেম্বরে পার্কটি উদ্বোধন হওয়ার কথা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মালিকানাধীন ভবন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগ ও বিশ্বব্যাংকের অর্থায়নে সফটওয়্যার টেকনোলজি পার্কটি নির্মাণ হচ্ছে। কালিয়াকৈর হাইটেক পার্কের উন্নয়ন প্রকল্পের আওতায় এটি নির্মাণ হচ্ছে। এতে বিশ্বব্যাংক অর্থায়ন করছে ২৪ কোটি ৩৮ লাখ টাকা। পার্কটি নির্মাণ হলে চট্টগ্রাম আইসিটি (তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি) খাতে এগিয়ে যাবে আরও এক ধাপ। সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান। তৈরি হবে দক্ষ জনশক্তি। ভূমিকা রাখবে বেকারত্ব নিরসনে। আর্থিক উপকার হবে চসিকের। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ চট্টগ্রাম, গাজীপুর, খুলনা, রাজশাহী ও সিলেট জেলায় হাইটেক পার্ক নির্মাণ করছে। চসিকের আইটি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান বলেন, ‘চট্টগ্রামের প্রথম হাইটেক পার্কের নির্মাণকাজ এখন প্রায় শেষ পর্যায়ে। এখানে ১ লাখ স্কয়ার ফিট ফ্লোর জুড়ে হবে আইটি উপকরণ বিকিকিনির দোকান। ক্রেতারা এক জায়গা থেকে আইটি-সংক্রান্ত নানা পণ্য কিনতে পারবেন। এটি একটি ইতিবাচক উদ্যোগ।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আশরাফুল হক বলেন, ‘ইতোমধ্যে ফ্লোরগুলোর অবকাঠামোগত কাজ শেষ। এখন চলছে সৌন্দর্যবর্ধন। বর্তমান গতিতে কাজ চললে আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে।’ চসিকসূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই সিটি করপোরেশন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি (এমওই) স্বাক্ষরিত হয়। ২০১৯ সালের ১১ মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর