বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান এম এ খালেককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক মো. আতাউর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন। অভিযোগ রয়েছে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি  বোর্ডের সাবেক চেয়ারম্যান ও প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের সাবেক চেয়ারম্যানসহ আরও কয়েকজন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন তিনি।

 দায়িত্ব পালনের সুযোগে ওইসব প্রতিষ্ঠান থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন এম এ খালেক বলে দুদক সূত্রে জানা গেছে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি এম এ খালেককে নোটিস পাঠিয়ে ৪ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে সে সময় তিনি হাজির হননি। অন্যদিকে তিনি যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা দেয় দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর