বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হালদায় অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত নৌকা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত চারটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌকাগুলো ধ্বংস করা হয়। তাছাড়া গত সোমবার গভীর রাতে হালদা নদীর উত্তর মাদার্শার ইউনিয়নের অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।   উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, হালদার মা মাছ, ডলফিন রক্ষা এবং অবাধ ও নিরাপদ বিচরণ নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়। গতকাল তিন ঘণ্টা পরিচালিত অভিযানে হালদা নদীর সাত্তার ঘাট এলাকায় চারটি ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় জব্দ করা হয়। তাৎক্ষণিক নৌকাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

হালদা নদী রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, গত দুই বছর ধরে হাটহাজারী উপজেলা প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছে হালদা নদীকে। গভীর রাতেও পরিচালিত হচ্ছে অভিযান। গত দুই বছরে পরিচালিত ১৩০টি অভিযানে জব্দ করা হয় ১ লাখ ১৫ হাজার ঘনফুট বালি ও ২ লাখ ৪৪ হাজার ৫০০ মিটার জাল, হালদা নদীতে অবৈধভাবে বসানো ঘেরা জাল জব্দ করা হয় ২ লাখ ৪১ হাজার ৫০০ মিটার, বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ জব্দ করা হয় ৩ দশমিক ৫ মিটার, ধ্বংস করা হয় বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি ড্রেজার ও ২৭টি ইঞ্জিন চালিত নৌকা, জরিমানা করা হয় ১ লাখ ৬৬ হাজার টাকা, কারাদন্ড দেওয়া হয় ৩ জনকে ও নিলামে বিক্রি করা হয় ২ লাখ ২৫ হাজার টাকার বালু। হালদা নদী দূষণ করায় হাটহাজারী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযানে বন্ধ করে দেয় ১০০ মেগাওয়াট পাওয়ার পিকিং প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিলস।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর