বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সংগ্রাম সম্পাদকের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে দেওয়া হাই কোর্টের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। গতকাল আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান আট সপ্তাহের জন্য জামিন স্থগিত করে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। পরে তিনি জানান, চেম্বার জজ আদালত শুনানি নিয়ে আট সপ্তাহের জন্য জামিন স্থগিত করেছে। ফলে তিনি এ মামলায় মুক্তি পাচ্ছেন না। এর আগে বুধবার হাই কোর্টের একটি বেঞ্চ সংগ্রাম সম্পাদককে এক বছরের জন্য জামিন দেয়।

সেই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

মামলার বিবরণে জানা যায়, গত বছর ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে শহীদ উপাধি দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে দ-বিধির রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন এক মুক্তিযোদ্ধা। সে মামলায় ১৩ ডিসেম্বর আবুল আসাদকে তার অফিস থেকে গ্রেফতার করা হয়। এর পর থেকে তিনি কারাবন্দী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর