বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সরকারি মাধ্যমিকে ভর্তির নীতিমালা

নিজস্ব প্রতিবেদক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তাছাড়া দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। ঢাকা মহানগরীর স্কুল পার্শ্ববর্তী শিক্ষার্থীদের জন্য ৪০ ভাগ এলাকা কোটা সংরক্ষণ করার নির্দেশনা দিয়ে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা’ করা হয়েছে। উপজেলা সদরেও অনলাইন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন বাধ্যতামূলক। তবে কোন কারণে না করা গেলে উপজেলার ক্ষেত্রে ম্যানুয়ালি ভর্তি করা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর