শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জলাবদ্ধতায় প্রাণ দিল মা-ছেলে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে অতিবর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় প্রাণ দিল মা ও ছেলে। গতকাল দুপুরে নগরীর জুম্মাপাড়ায় ক্যাডি ক্যানেলের জলাবদ্ধতায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় নগরবাসীর মধ্যে শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শতাব্দীর সেরা বৃষ্টিতে রংপুর নগরী ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাজার হাজার বাড়িঘর পানিতে তলিয়ে যায়। গতকাল দুপুর ১২ টার দিকে ছেলে শফিকুল ইসলামকে নিতে তার মা রোকেয়া বেগম (৪৮) ও ছোট ছেলে রিপন ইসলাম (৮) মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে মা ও দুই ছেলে বাসায় ফেরার পথে আলহেরা স্কুলের কাছে জলাবদ্ধতার কবলে পড়ে তারা।

এ সময় বড় ছেলে শফিকুল ইসলাম পা পিছলে ক্যাডি ক্যানেলে পড়ে যায়। সে পানিতে ডুবে গেলে তার ছোট ভাই রিপন ইসলাম বড় ভাইকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়লে সেও ডুবে যায়। এ সময় মা রোকেয়া বেগম তার দুই ছেলেকে উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দেয়। বড় ছেলে শফিকুল কোনো রকমে উঠতে সক্ষম হলেও মা রোকেয়া ও ছোট ছেলে রিপন ক্যানেলের পানিতে তলিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর