শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খাসজমিতে প্লট দেখিয়ে প্রতারণা করে ৩০০ কোটি টাকা আত্মসাৎ

৫৫ মামলার আসামি নাসিম গ্রুপের নাসিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রূপনগর থেকে নাসিম গ্রুপের মালিক মো. ইমাম হোসেন নাসিম এবং তার তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমাকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১ লাখ ৩৫ হাজার জাল টাকা, ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতল মদ, চারটি ওয়াকিটকি সেট, ৬টি পাসপোর্ট, ৩৭টি ব্যাংক চেক এবং ৩২টি সিম কার্ড জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে রূপনগর আবাসিক এলাকার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, নাসিমের প্রতিষ্ঠান নাসিম রিয়েল এস্টেট লিমিটেড খাস ও দখল করা জমি শুধু নয়, পানির নিচের জমিও স্বল্পমূল্যে বিক্রির জন্য সাইনবোর্ড ঝুলিয়ে প্রচারণা চালিয়েছে। স্বল্পমূল্যে প্লট দেওয়ার কথা বলে প্লটপ্রতি পাঁচ লাখ টাকা হারে প্রায় পাঁচ হাজার চুক্তি করেছেন। রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা বলে প্রত্যেক প্লটপ্রত্যাশীর কাছ থেকে নিয়েছেন ১২-২০ লাখ টাকা পর্যন্ত। সব মিলিয়ে ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেন নাসিম। কিন্তু শেষ রক্ষা হয়নি। র‌্যাবের জালে আটকা পড়েন নাসিম। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক (সিও) অতিরিক্তি ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, নানা অভিযোগে দায়ের করা ৫৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন নাসিম।

 গ্রেফতার এড়াতে আন্ডারগ্রাউন্ডে গোপন সুড়ঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সংবলিত দরজাযুক্ত অফিসে তিনি আত্মগোপনে ছিলেন। নাসিম ও সালমাকে গ্রেফতারের পর বাসা ও অফিস থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নাসিম প্রতারণা, ভূমিদস্যুতা, মাদক ও জাল টাকার কারবারসহ বিভিন্ন অভিযোগের ৫৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার অনুপস্থিতিতে তৃতীয় স্ত্রী সালমা প্রতারণার কর্মকা- দেখাশোনা করতেন। নাসিমের ১৬টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর