শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধায় মন্ত্রী দাঁড়ানো চেয়ারে বসে থাকেন ইউএনও

ছবি ভাইরাল জনতার ক্ষোভ

নরসিংদী প্রতিনিধি

মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের নামাজে জানাজার আগে স্মৃতিচারণা করছিলেন অনুরাগীরা। এ সময় স্থানীয় এমপি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শ্রদ্ধা প্রকাশার্থে ছিলেন দাঁড়ানো। তখন চেয়ারে বসা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিয়া আক্তার শিমু। দৃশ্যটি মঙ্গলবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আর তা নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। মুক্তিযোদ্ধা সিরাজ মারা যান মঙ্গলবার। ওই দিন বিকালে তার জানাজা হয়েছে। তিনি ছিলেন খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ইউএনও শাফিয়া আক্তার শিমু সাংবাদিকদের বলেন, ‘আমার সব সময় চেষ্টা থাকে সবাইকে সম্মান ও সহযোগিতা করার। দলীয় নেতা-কর্মীদের মধ্যে স্মৃতিচারণা করার সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ যখন দীর্ঘ বক্তব্য দিচ্ছিলেন তখন মন্ত্রী মহোদয় চেয়ার থেকে উঠে বলেন বক্তব্য ছোট করতে। সময়টা ২-৩ সেকেন্ডের। এরই মধ্যে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা ছবি তুলে তা ভাইরাল করে। বিষয়টি খুবই দুঃখজনক।’ উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেন, ইউএনও শাফিয়া আক্তার শিমু পরিচয় দেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটায় তার চাকরি। অথচ মুক্তিযোদ্ধার জানাজায় রাষ্ট্রীয় সম্মান জানাতে গিয়ে একজন মন্ত্রী যখন দাঁড়িয়ে, ঠিক তখন কীভাবে ইউএনও চেয়ারে বসে থাকেন? এটা বেয়াদবির চূড়ান্ত। তার আগেও খিদিরপুর ইউনিয়নের একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হয়েছিল। মনোহরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নরসিংদী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হকের বড় ভাই সিরাজুল হক। বার্ধক্যের কারণে তিনি মঙ্গলবার বেলা ১১টায় মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর