শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মাহবুবে আলম ছিলেন স্বাধীনতার পক্ষশক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর

-প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মৃত্যু অনেক কষ্টের। তার মৃত্যু আইন ও বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। গতকাল বাদ আসর বেইলি রোডস্থ অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবনে আয়োজিত কুলখানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস,  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন প্রমুখ।

আনিসুল হক বলেন, তার নম্রতা, ভদ্রতা ছিল সবার জন্য অনুকরণীয়। কখনো তিনি মেজাজ খারাপ করেননি। শ ম রেজাউল করিম বলেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে বিভিন্ন মামলার শুনানিতে তিনি সরকারকে ডিফেন্ড করতেন। কাউকে ছাড় দিতেন না। সংবিধান সংক্রান্ত বিভিন্ন মামলায় মাহবুবে আলমের যুক্তি-তর্ক তাকে অমরত্ব দেবে। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, তিনি সাদামাটা ভালো মানুষ ছিলেন। সবসময় হাস্যোজ্জ্বল থাকতেন। তার ছিল ধৈর্য্য ও পেশাদারিত্ব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর