শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কঠিন পদক্ষেপ নিতে হবে : মেনন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘করোনায় কেউ না খেয়ে মারা যায়নি ঠিকই। কিন্তু থালায় ভাতের পরিমাণ কমে যাচ্ছে। কারণ বাজারে চাল থাকলেও প্রতিদিনই দাম বাড়ছে। এ ছাড়া করোনায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রবাসীরা খালি হাতে দেশে ফিরছে। কিছুদিন পর এদের চাল কেনা সম্ভব হবে না। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠিন পদক্ষেপ নিতে হবে।’ জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে ভিডিও কলের মাধ্যমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 ‘খাদ্য নিরাপত্তা ও চালসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে খাদ্যমন্ত্রী সমীপে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি’ উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পার্টির একটি প্রতিনিধি দল খাদ্য অধিদফতরের মহাপরিচালকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। রাশেদ খান মেনন বলেন, চালকলের মালিকরা সরকারি গুদামে চুক্তি মতো চাল দেয়নি। উপরন্তু হুমকি দিচ্ছে, তাদের জেলে দিলেও চাল দিতে পারবে না। গুদামে যে চাল আছে তা দিয়ে কিছুদিনের জন্য প্রয়োজন মেটানো গেলেও, পুরোপুরি সম্ভব হবে না। করোনাকালে অথবা করোনা উত্তরকালে যে মানুষ সৃষ্ট আরেকটি দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি হবে না সেটা বলা যায় না। তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কঠিন কিছু পদক্ষেপ নিতে হবে।’ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইন। বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, রফিকুল ইসলাম সুজন, ছাত্রনেতা ফারুক আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর