শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সিপিএর সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সেক্রেটারি জেনারেল স্টিফেন টুইগ বলেছেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সিপিএ বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করবে। এ সময় তিনি মানবতার দুয়ার উন্মোচন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। সিপিএর হেডকোয়ার্টার থেকে গতকাল ঢাকায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের উত্তরণে সিপিএ-এর সার্বিক সহযোগিতা বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে শক্তিশালী করবে। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, মতবিনিময়কালে তারা সিপিএ-এর সঙ্গে পারস্পরিক সহযোগিতা, বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর