শুক্রবার, ২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর তিন মাসে ৬৭১ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ৫৭ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, এ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে দেশে যে রেমিট্যান্স এসেছে, তা গত ২০১৯-২০ অর্থবছরের মোট রেমিট্যান্সের এক-তৃতীয়াংশেরও বেশি। মহামারীর কঠিন সময়ে রেমিট্যান্সের এই ধারায় সন্তোষ প্রকাশ করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, প্রবাসীদের এই অবদান সংকট মোকাবিলায় ‘সাহস’ জোগাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে ২১৫ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আর এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো এক মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেল বাংলাদেশ। এর আগে এই মহামারীর মধ্যেই জুলাই মাসে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর