শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কারিগরি শিক্ষায় সাড়ে ১২ হাজার নতুন পদ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

দেশে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ১২ হাজার ৬০৭টি স্থায়ী পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সারা দেশে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে ১ হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন ক্যাডার পদ সৃষ্টি করা হবে বলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান জানিয়েছেন। সচিব গতকাল প্রতিবেদককে বলেন, নতুন পদ সৃষ্টির আদেশ আগামী সপ্তাহে জারি করা যাবে বলে আমরা আশা করছি। আমিনুল ইসলাম খান আরও বলেন, এসব পদের কিছু অংশে চলতি অর্থবছরে ও কিছু নিয়োগ আগামী অর্থবছরে সম্পন্ন করা হবে। পদের ধরন বুঝে সরকারি কর্ম কমিশন ও কারিগরি শিক্ষা অধিদফতর মিলে এসব নিয়োগ সম্পন্ন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর