শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সুন্দর কেন্দ্রের আয়োজনে ‘লালজমিন’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

সুন্দর কেন্দ্রের আয়োজনে ‘লালজমিন’ মঞ্চস্থ

তরুণদের নাটকের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে মোমেনা চৌধুরীর একক নাটক ‘লালজমিন’-এর মঞ্চায়ন করেছে বেসরকারি সংস্থা সুন্দর কেন্দ্র। সাংস্কৃতিক কর্মকা- নিয়ে কাজ করা এ সংস্থাটির পৃষ্ঠপোষকতায় গতকাল সন্ধ্যায় নাটকসরণি বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল শূণ্যন রেপার্টরির প্রথম প্রযোজনার ২৪৮তম মঞ্চায়ন। মান্নান হীরা রচিত এ নাটকটির  নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন অভিজ্ঞতার নাট্যপ্রকাশ ‘লালজমিন’। কিশোরী একটি মেয়েকে ঘিরে এর গল্প আবর্তিত হয়েছে। শুধু মুক্তিযুদ্ধ নয়, তারপর আরও কয়েকটি দশক। বিশেষ করে মুক্তিযুদ্ধে চৌদ্দ বছর বয়েসী এক কিশোরীর অংশগ্রহণ, লক্ষ্যে পৌঁছবার আগেই পুরুষ যোদ্ধাদের শহীদ হওয়া, নারী সদস্যদের ওপর নেমে আসা ভয়াবহ নির্যাতন, কিশোরীর ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন ইত্যাদি তুলে ধরা হয়েছে নাটকটিতে। দর্শকদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে মিলনায়তনে কিছু সিট ফাঁকা রাখা হয়। বৈশ্বিক দুর্যোগ করোনার কারণে সব অঙ্গনের মতোই সাংস্কৃতিক অঙ্গনও ছিল স্থবির। বন্ধ ছিল নাটকের প্রদর্শনী।

গত ২৮ আগস্ট মহিলা সমিতি মিলনায়তনে ‘লালজমিন’ নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে পাঁচ মাস পর দেশে নাটকের মঞ্চায়ন শুরু হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে রাজধানীতে বিভিন্ন নাটকের মঞ্চায়ন হতে থাকে। নাটকটি মঞ্চায়নের পর এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন সুন্দর কেন্দ্রের প্রতিনিধি শ্রাবন্তি এবং শরীফ হাসান বাপ্পি। সংস্থাটি জানায়, তারা দেশব্যাপী এ নাটকটির একাধিক মঞ্চায়নের আয়োজন করবেন। প্রথমে বিভাগীয় শহরগুলো, পরে জেলা শহরগুলোতে তারা নাটকটির মঞ্চায়ন করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর