শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ধর্ষণের ঘটনায় মাথা হেঁট হয়ে যাচ্ছে

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সরকারের জবাবদিহিতার অভাবেই সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার এমন ঘটনা ঘটছে। দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে যাতে বিশে^র সামনে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার এমন বীভৎস ঘটনার দায় কেউ এড়াতে পারে না। আমরা প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গতকাল কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে জাপার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে জি এম কাদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান খান, মিজানুর  রহমান মিজান, জহিরুল আলম রুবেল, বেলাল হোসেন, সুলতান মাহমুদ, মো. ইসহাক ভুইয়া, এম এ রাজ্জাক খান, সুমন আশরাফ প্রমুখ। জি এম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির শাসনামলে নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছেন। নারীর প্রতি অ্যাসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন করে অ্যাসিড সন্ত্রাস বন্ধ করেছিলেন। টিআইবি প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় পার্টির কারণে সংসদে জবাবদিহিতা নিশ্চিত হয়নি এমন অভিযোগ সঠিক নয়। তিনি টিআইবিকে উদ্দেশ করে বলেন, তিন জোটের রূপরেখা অনুযায়ী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন। এতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের প্রধানই প্রধানমন্ত্রী হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর