শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সরকারি কলেজে অধ্যক্ষ উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

যেসব সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেই, সেসব কলেজের তালিকা চেয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ৫ অক্টোবরের মধ্যে এই তালিকা পাঠাতে অধিদফতরের নয়জন আঞ্চলিক পরিচালককে চিঠি পাঠিয়েছে। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) এবং সব সরকারি কলেজের অধ্যক্ষদেরও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। জানা গেছে- দেশে বর্তমানে ৬৩২টি সরকারি কলেজ রয়েছে। এর মধ্যে দেড় শতাধিক প্রতিষ্ঠানে অধ্যক্ষের পদ শূন্য আছে। আর উপাধ্যক্ষ ছাড়া চলছে ২৮টি কলেজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর