শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
স্বাধীনতা ফোরামের প্রতিবাদ সভা

ড. মোর্শেদকে চাকরিচ্যুত করা অন্যায়-অমানবিক

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা ফোরামের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সরকারের হয়ে কাজ করছে। পত্রিকায় নিবন্ধ লিখে মতপ্রকাশের কারণে অধ্যাপক মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা অন্যায় ও অমানবিক। আজ তাকে যারা চাকরিচ্যুত করেছে তাদেরকেও একটা সময় চাকরিচ্যুত হতে হবে। সময় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভোট ডাকাত সরকারকে বিতাড়িত করতে হবে। এই সরকার ভোট ছাড়াই ক্ষমতায় আছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.

মোর্শেদ হাসান খানের অবৈধ অব্যাহতির প্রতিবাদ এবং চলমান খুন-ধর্ষণের পৃষ্ঠপোষকদের বিচারের দাবিতে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ ‘প্রতিবাদী যুব সমাবেশ’ করা হয়। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কাজী মনিরুজ্জামান, রাজীব আহসান, সাইদ হাসান মিন্টু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর