শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কূটনৈতিক তৎপরতায় বিচার হচ্ছে মিয়ানমারের

-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের কূটনৈতিক তৎপরতার কারণেই অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিচার হচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে চাপের মাধ্যমে কূটনৈতিক ও আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এ সমস্যার সমাধান করতে চায় বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় নগরীর সিআরবি শিরিষতলায় সামাজিক সংগঠন তিলোত্তমা চট্টগ্রাম আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাহেলা আবেদীন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, নগর পুলিশের উপপুলিশ কমিশনার বিজয় বসাক, সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ     প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক আদালত থেকে মিয়ানমারকে সমন দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু নির্দেশনাও দিয়েছে। রোহিঙ্গাদের ফেরত নিতে বলা হয়েছে। অনেককে বিচারের আওতায় আনতে বলা হয়েছে। প্রকৃতপক্ষে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালত থেকে তিরস্কার করা হয়েছে। এটি বাংলাদেশেরই কূটনৈতিক তৎপরতার সফলতা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর