শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হত্যা-ধর্ষণ প্রতিরোধে সরকার ব্যর্থ

-আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, সমাজে হত্যা ও ধর্ষণের ভয়াবহতা যেভাবে বিস্তার লাভ করছে তাতে গোটা জাতি এখন আতঙ্কিত। রাষ্ট্র নারী-শিশু ধর্ষণ ঠেকাতে এবং ধর্ষণের শিকারদের সামাজিক সুরক্ষা দিতে পারছে না। অন্যদিকে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয়টিও জোরালো হচ্ছে না। হত্যা-ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় জাতি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। গতকাল জেএসডির জাতীয় পরিষদের ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন। ভার্চুয়াল সভায় দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আনিসুর রহমান খান, আবদুস সালাম, বাবু হীরালাল চক্রবর্তী, হাসিনা রওনাক, মহুয়া কুদরত, আমিন উদ্দিন বিএসসি, মীর জিল্লুর   রহমান, ফকির শওকত, ব্যারিস্টার ফারাহ খান প্রমুখ বক্তব্য দেন। আ স ম রব বলেন, জনগণকে নিরাপত্তাহীন এবং আতঙ্কগ্রস্ত রেখে রাষ্ট্র পরিচালনা গ্রহণযোগ্য হতে পারে না। নৈতিক সংকটে নিমজ্জিত সরকার সমাজে সুশাসন দিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অবৈধ সরকারের অপসংস্কৃতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। অপশাসন এবং বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্র এবং সমাজকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সমাজের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়বে। সমাজ দ্রুত নৈরাজ্যের দিকে ধাবিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর