শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঢাকা-১৮ আসন নিয়ে গুলশানে সংঘর্ষ, বিএনপির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসন নিয়ে গুলশানে সংঘর্ষ, বিএনপির তদন্ত কমিটি

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার ২১ দিন পর এক সদস্যবিশিষ্ট দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

খায়রুল কবির খোকন বলেন, বৃহস্পতিবার রাতে আমাকে জানানো হয়েছে। শুক্রবার একটি চিঠিও দেওয়া হয়েছে। গুলশানে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে বিষয়ে আমি নিরপেক্ষভাবে তদন্ত করে একটি রিপোর্ট দেব।

কত দিনের মধ্যে রিপোর্ট দেবেন, জানতে চাইলে তিনি বলেন, সেটা এখনই বলতে পারছি না। তবে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেওয়ার চেষ্টা করব।

গত ১১ সেপ্টেম্বর দেশের চারটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন ঢাকা-১৮ আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৭ জন নেতা-কর্মী আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর