রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ

আজ সারা দেশে শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এই সময়ে দেশের নির্ধারিত ইপিআই কেন্দ্রসমূহে পর্যায়ক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ১ লাখ আই ইউ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ২ লাখ আই ইউ উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি এই সময়ে পুষ্টিবিষয়ক বিভিন্ন বার্তা জনগণের মধ্যে প্রচার করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, পক্ষকালব্যাপী চলা এ কর্মসূচি সফল করতে সারা দেশে ১ লাখ ২০ হাজার ক্যাম্প করা হয়েছে। এসব ক্যাম্পে সক্রিয় থাকবেন ৪০ হাজার স্বাস্থ্যকর্মী। করোনার কারণে এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের জন্য স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি ঠিক রাখতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকা খাওয়ানো হবে। শহর বা গ্রামের সব হাসপাতাল, ক্লিনিকের প্রতিটি কেন্দ্রে যেন মায়েরা তাঁদের শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসেন তার জন্য দেশের সর্বত্র প্রচার চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন দেশে রাতকানা রোগের হার ছিল ৪.১ শতাংশ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসেই রাতকানা রোগ নির্মূলে নানা উদ্যোগ গ্রহণ করেন। এখন দেশে রাতকানা রোগের হার ১ শতাংশেরও নিচে। উল্লেখ্য, এর আগে ২৬ সেপ্টেম্বর ক্যাম্পেইন পালন করার কথা থাকলেও পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুরু হচ্ছে পক্ষকালব্যাপী এ ক্যাম্পেইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর