রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে মেরিডিয়ান ফুডকে ২২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের কালুরঘাট শিল্প এলাকার মেরিডিয়ান ফুড প্রোডাক্টসকে ২২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ হাজার কেজি নুডলস ও ২ হাজার কেজি ঘি ধ্বংস করা হয়। গতকাল র‌্যাব-৭ ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এরমধ্যে সস ও সফট ড্রিংক পাউডার (একটি ব্র্যান্ড) এবং নুডলসের (দুটি ব্র্যান্ড) সিএম লাইসেন্স না থাকায় বিএসটিআই আইনে ১ লাখ টাকা ও মোড়কজাতকরণ আইনে ১ লাখ টাকা এবং বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার ব্যবহার করায় নিরাপদ খাদ্য আইনে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান।

 ঊর্ধ্বতন পরীক্ষক মামুনুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর