রবিবার, ৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গভীর বনে অস্ত্রের কারখানা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার মধুরছড়ার গভীর বনের এক বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব অস্ত্র তৈরির দুই কারিগরসহ তিনটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ অভিযান চালানো।

র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, অভিযানে আটকৃতদের মধ্যে রয়েছেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা গ্রামের মোখলেসুর রহমান ও মৃত শুক্কুর বিবির ছেলে আনোয়ার (৫০), অপরজন একই উপজেলার নতুনবাজারের মগরিকাটা গ্রামের আবুল কালাম ও সুফিয়া খাতুনের ছেলে মো. এখলাস (২৫)। তারা দুজনই অস্ত্র তৈরির দক্ষ কারিগর। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আবু মুজিব (৫১) নামে এক ব্যক্তি অস্ত্র তৈরির জন্য তাদের মহেশখালী থেকে নিয়ে এসেছে। মধুরছড়া গহীন অরণ্যে অস্ত্র তৈরির জন্য সে একটি টিনের চালাঘর তৈরি করে দিয়েছে। মেজর মেহেদী জানান, অভিযানের সময় আবু মুজিবসহ চারজন পালিয়ে যায়।

দীর্ঘদিন ধরে এ গহীন পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি করে রোহিঙ্গা ও অপরাধীদের মাঝে সরবরাহ করা হচ্ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর