সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাজশাহী পুলিশে শুরু হচ্ছে ‘ডোপ টেস্ট’

মাদকাসক্তদের ধরতে এবার অভিযান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মাদকাসক্ত পুলিশ সদস্যদের ধরতে এবার অভিযান শুরু হচ্ছে রাজশাহীতে। মাদকে জড়িত থাকার প্রমাণ পেলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ জন্য পুলিশ সদস্যদের মাদকমুক্ত থাকার প্রমাণ দিতে হবে, ডোপ টেস্টের মাধ্যমে। পুরো রাজশাহীকে মাদকমুক্ত রাখতে রেঞ্জ ও নগর পুলিশ বিশেষ পরিকল্পনা নিয়েছে।  রাজশাহীর সীমান্ত অঞ্চলের জেলাগুলোতে সব সময় মাদকের কারবার থাকে তুঙ্গে। পুলিশের কিছু অসাধু সদস্যের কারণে মাদকের এ স্রোত ঠেকানোর চেষ্টা পুরোপুরি সফল করা যায়নি। তবে এবার নতুন উদ্যমে জোরদার করা হয়েছে অভিযান। নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, মাদক নির্মূলে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। গত এক মাসে মামলার সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মাদকমুক্ত করার প্রথম ধাপ হিসেবে নিজেদের মধ্যেই শুদ্ধি অভিযান শুরু করতে চান নগর পুলিশ কমিশনার। মাদকাসক্ত হওয়ায় এরই মধ্যে এক এসআইকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, আরএমপিতে শিগগিরই শুরু হবে র‌্যানডম ডোপ টেস্ট। পূর্ব ঘোষণা ছাড়াই যে কোনো সময় যে কোনো সদস্যকে মুখোমুখি হতে হবে এ টেস্টের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে, কোনো সদস্য মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কিনা। এ ধারা অব্যাহত থাকবে। রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন জানান, রেঞ্জের মধ্যে কিছু জেলা সীমান্ত এলাকা হওয়ায় এখানে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজিবি সীমান্ত অঞ্চলে কাজ করে। তারপরও চোখ ফাঁকি দিয়ে মাদক প্রবেশ করলে সেটি যাতে পুলিশ ধরতে পারে সেজন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।

পুলিশের মাদকবিরোধী অভিযান সব সময় থাকে জানিয়ে রেঞ্জ পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, পুলিশের কোনো সদস্য মাদক চোরাচালান, মাদক সেবনের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে তাকে পুলিশ বাহিনীতে রাখা হবে না। পুলিশে চাকরি করতে গেলে পুলিশের কোনো সদস্য মাদক সেবন বা মাদকে তার সংশ্লিষ্টতা থাকা যাবে না। যারা এর সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করতে প্রক্রিয়া চলমান আছে। অভ্যন্তরীণভাবে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর