সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সহিংসতার ঘটনায় জেলা প্রশাসক-এসপিদের সঙ্গে কথা বলছি

-ফজিলাতুন নেসা ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের আইন রয়েছে, ওয়ানস্টপ ক্রাইসিস সেল, ক্রাইসিস সেন্টার, ট্রমা সেন্টার এবং একটি হট নম্বর রয়েছে। যে কেউ সেখান থেকে সহায়তা নিতে পারে। যে কোনো নির্যাতন ও সহিংসতার ঘটনা ঘটলে আমরা জেলা প্রশাসক, এসপি ও আমাদের যে জেলা-উপজেলা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। তারা নির্যাতিতার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। গতকাল সচিবালয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর