শিরোনাম
সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ময়নাতদন্তে অর্থ লেনদেন ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, খুুলনা

খুলনায় ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তনে অর্থ লেনদেন ও সাংগঠনিক বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরজিত মন্ডল (২৫)-কে বহিষ্কার করা হয়েছে। গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। পিবিআইর হাতে গ্রেফতারের পর সুরজিত কারাগারে রয়েছেন।

জানা যায়, খুলনায় ব্যবসায়ী হোসেন সাকের (৫৫) হত্যা মামলার তদন্ত পরিবর্তন করতে তিনি মোটা অঙ্কের আর্থিক লেনদেন করেছিলেন।

সে অভিযোগে পিবিআই তাকে গ্রেফতার করে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক একেএম মাহফুজুল হক বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন আসামিদের পক্ষে নিতে মিডিয়া হিসেবে কাজ করেছেন সুরজিত। এ ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। এদিকে কয়েকদিনে তার বিরুদ্ধে অসামাজিক কর্মকান্ডের কিছু ছবিও ফেসবুকে ভাইরাল হয়। ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মফিজুর রহমান বলেন, সাংগঠনিক বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত থাকার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর