সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সন্তানের সুরক্ষার দায়িত্ব অভিভাবকের

-খুলনা সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক গতকাল নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন। এ বছর খুলনা জেলার নয়টি উপজেলা, একটি সিটি করপোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ হতে ১১ মাস বয়সী ৩১ হাজার ৯২৩ এবং ১২ হতে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪২ হাজার ৮০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিটি মেয়র বলেন, সন্তানের সুরক্ষার দায়িত্ব অভিভাবকদের। শিশুর বেড়ে ওঠার পেছনে টিকা কার্যকর ভূমিকা পালন করে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কোনো শিশু যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ এখনো শেষ হয়নি। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে অনুরোধ করেন মেয়র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর