শিরোনাম
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সারা দেশে বিক্রির শীর্ষে বসুন্ধরা আটা ময়দা সুজি

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিক্রির শীর্ষে বসুন্ধরা আটা ময়দা সুজি

কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান -বাংলাদেশ প্রতিদিন

বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতেও ভোক্তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও ভালোবাসায় সুস্বাস্থ্যের প্রত্যয়ে এগিয়ে চলা বসুন্ধরা আটা, ময়দা, সুজি বিক্রি ও জনপ্রিয়তায় দেশের শীর্ষস্থানে পৌঁছেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এ অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান। অনুষ্ঠানে সাফিয়াত সোবহান বসুন্ধরা আটা, ময়দা ও সুজি পরিবারের পক্ষ থেকে সব ভোক্তা-শুভাকাক্সক্ষীকে অভিনন্দন জানান। নিরাপদ খাদ্যপণ্য সরবরাহে দেশের শীর্ষ প্রতিষ্ঠান হবে বসুন্ধরা গ্রুপ- এমন প্রত্যাশা ও প্রতিশ্রুতির কথা আগেই বলেছিলেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ‘পার্টনারস           অ্যাওয়ার্ড ২০১৮’ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছিলেন, নিরাপদ খাদ্যপণ্যের অভাবেই মানুষের যত রোগ হয়। তাই দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বসুন্ধরা আরও বেশি পণ্য বাজারে নিয়ে আসবে। কারণ বসুন্ধরা পণ্যের মানে কোনো ছাড় দেয় না। তাই এ ব্র্যান্ডের পণ্যে দেশের মানুষের আস্থাও অনেক। এ বিষয়ে হেড অব সেলস রেদোয়ানুর রহমান বলেন, করোনা দুর্যোগের মধ্যেও দেশের সব এলাকায় বসুন্ধরা আটা, ময়দা ও সুজি ভোক্তাদের চাহিদা মিটিয়ে শীর্ষস্থান অর্জন করেছে। আমাদের আটা, ময়দা, সুজি তৈরি হয় বিশ্বমানের বাছাই করা সেরা গম দিয়ে। ইউরোপীয় প্রযুক্তিতে উৎপাদিত হয় আমাদের পণ্য। বাজারে সেরা মানের নিশ্চয়তা ও এর ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সব সময় অঙ্গীকারবদ্ধ। বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-এ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কেটে উদ্‌যাপন করা হয় বসুন্ধরা আটা, ময়দা ও সুজির সারা দেশে বিক্রিতে শীর্ষের মাইলফলকে পৌঁছার মাহেন্দ্রক্ষণকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ হিউমান রিসোর্স অফিসার ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, চিফ অপারেটিং অফিসার শওকত আকবর, হেড অব ডিভিশন আবদুস শুকুর, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বেলাল হোসেইনসহ ঊর্ধ্বতন ও বিপণন বিভাগের কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর