মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খুলনায় পিঁয়াজের দাম এখনো চড়া

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পিঁয়াজের দাম এখনো চড়া

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খুলনায় ট্রাক সেলের মাধ্যমে ৩০ টাকা দরে পিঁয়াজ বিক্রি করলেও বাজারে তার প্রভাব নেই। গতকাল খুলনার বিভিন্ন খুচরা বাজারে দেশি পিঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকা দরে। এছাড়া আমদানি করা পিঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০-৬৫ টাকায়। জানা যায়, কিছুদিন আগেও দেশি পিঁয়াজ ৪৮-৫৫ টাকা ও আমদানি করাগুলো ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিন্তু এক মাসের ব্যবধানে তা ৫০-৭০ ভাগ বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। স্কুলশিক্ষক হুমায়ুন কবির জানান, খুচরা বাজারে আমদানি করা যেসব পিঁয়াজ পাওয়া যায়, তার বেশির ভাগই নিম্নমানের। টিসিবি খোলা বাজারে কয়েকটি স্থানে পিঁয়াজ বিক্রি করলেও চাহিদার তুলনায় অত্যন্ত কম। এ কারণে বাড়তি দাম দিয়ে বাজার থেকে পিঁয়াজ কিনতে হচ্ছে। টিসিবি কর্মকর্তারা জানান, গত ১৩ সেপ্টেম্বর থেকে ট্রাকের মাধ্যমে ৫টি স্থানে ৩০ টাকা করে দরে পিঁয়াজ বিক্রি করছে টিসিবি। আগ্রহী ক্রেতারাও ভিড় করছেন। তবে ট্রাকগুলোতে পর্যাপ্ত পিঁয়াজ বরাদ্দ না থাকায় অনেকে না পেয়ে ফিরে যাচ্ছেন। এদিকে বাজারে দাম বাড়ার বিষয়টিকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বলে মনে করেন সচেতন নাগরিকরা। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক কুদরত-ই-খুদা বলেন, ভোমরা ও বেনাপোল বন্দরে পিঁয়াজের ট্রাক ছাড়ের খবরে দাম কমতে থাকে। আবার ট্রাক ছাড়ের খবর সঠিক না হলে দাম বাড়ে। এ ক্ষেত্রে বাজার মনিটরিং আরও জোরদার করা উচিত। এ বিষয়ে টিসিবি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, পিঁয়াজ বিক্রিতে ট্রাক সেল বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ট্রাক সেল বাড়ানো গেলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর