মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খুলনায় ই-পাসপোর্টের কার্যক্রম শুরু অনলাইনে আবেদন গ্রহণ চলছে

আইডি কার্ড থাকলেই মিলবে পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভোগান্তি কমাতে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে ই-পাসপোর্টের আবেদন নেওয়া হচ্ছে। এখন থেকে গ্রাহক ঘরে বসে ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণ ও জমা দিতে পারবেন। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে। এতে পাসপোর্টের আবেদন কী অবস্থায় আছে, জানতে মোবাইল এসএমএস এবং অনলাইন ট্রাকিং সুবিধা রয়েছে। গতকাল খুলনায় ই-পাসপোর্ট বিষয়ক মতবিনিময় সভায় এসব বিষয়ে জানানো হয়। খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো.  তৌফিকুল ইসলাম খান জানান, খুলনায় ই-পাসপোর্টের আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদনকারী নির্ধারিত পাঁচটি ব্যাংক ছাড়াও ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এখানে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে আবেদনটি কোন অবস্থায় আছে, তা জানতে পারবেন। তিনি বলেন, যাদের পুরনো পাসপোর্ট আছে ও পুলিশের তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই। তারা জরুরি ফি দিলে ৭ থেকে ১০ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন। আর সাধারণ পাসপোর্ট ২১ দিনের মধ্যে পাওয়া যাবে। জানা যায়, যারা এরই মধ্যে এমআরপি পাসপোর্টের জন্য ফি জমা দিয়েছেন তারা এমআরপির জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রেও ই-পাসপোর্টের আবেদনের সুযোগ থাকছে। এদিকে ই-পাসপোর্টের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, যারা অনলাইনে তথ্য ফরম পূরণ করতে পারবেন না তাদের ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তারা সহায়তা করবেন। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্টের আবেদনের সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে তারা ঘরে বসেই পাসপোর্ট সুবিধা পাবেন, জেলা-উপজেলায় যাওয়ার প্রয়োজন নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর