মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশেষ আইনের মামলায় সালাহউদ্দিনের জামিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর থানায় ২০১৮ সালে বিশেষ আইনে দায়ের করা মামলায় ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে জামিন দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। গতকাল সকালে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে শোনার পরবর্তী তারিখ পর্যন্ত জামিন প্রদান করে। ২০১৮ সালে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে শ্যামপুর থানা পুলিশ। সে মামলায় ঢাকা-৫ উপনির্বাচনের  তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে এ মামলার চার্জশিটে আসামি করা হয় বিএনপি প্রার্থী সালাহউদ্দীন আহমেদকে।

জামিন লাভের পর সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাকে হয়রানি করতেই সরকার এই মামলায় জড়িয়েছে। শুধু মিথ্যা মামলা নয়, আমার প্রচারণা বহরেও একাধিকবার হামলা চালানো হয়েছে।

একদিকে নির্বাচনী প্রচারণায় হামলা আরেক দিকে আদালতে হাজিরা। ষড়যন্ত্র-চক্রান্ত করে আমাদের নির্বাচন থেকে যতই দূরে রাখার চেষ্টা করা হোক না কেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর