মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
এলএনজি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মূল্য পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মূল্য পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে

কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবিকে বাংলাদেশে প্রদত্ত এলএনজির মূল্য পুনর্বিবেচনার অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এনে নসরুল হামিদ এ অনুরোধ জানান। গতকাল কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত এক সৌজন্য সভায় তিনি এ অনুরোধ জানান। এ সময় তারা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী কাতারকে বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি করা যেতে পারে। জ্বালানি খাতেও সহযোগিতার আরও অনেক ক্ষেত্র আছে যা অন্বেষণ করতে পারলে উভয় দেশই লাভবান হবে।

 এ সময় প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বলেন, কাতার এলএনজিসহ জ্বালানির অন্যান্য উপখাতে বাংলাদেশে কাজ করতে চায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর