মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জনগণ চায় ডাইরেক্ট অ্যাকশন : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণ এখন ডাইরেক্ট অ্যাকশন দেখতে চায়। নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূর ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্র যেখানে অনুপস্থিত যৌনতন্ত্র সেখানে প্রসার লাভ করে। দেশে সরকারি-বেসরকারি অফিস-আদালত-স্কুল-কলেজ-মাদ্রাসা এমন কোনো স্থান নেই, যেখানে নারীর সম্ভ্রমহানি হয়নি। আজকে জনগণ আর মানববন্ধন দেখতে চায় না। দেখতে চায় প্রাণবন্ধন। আজকে জনগণ মুখে স্লোগান শুনতে চায় না, অ্যাকশন দেখতে চায়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনামূলক নাটক নির্মাণের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধন হয়। সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান।

সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী খান সোহেল, ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের গোলাম সারোয়ার, আনু মোহাম্মদ শামীম আজাদ, ইয়াসীন আলী, সাদরেজ জামান, আখতারুজ্জামান বাচ্চু, নজরুল ইসলাম, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ প্রমুখ বক্তব্য দেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর