মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ডিএনসিসির উচ্ছেদ অভিযান দুই লাখ টাকা জরিমানা

নিলামে বিক্রি ১ হাজার ৯০টি সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশেন (ডিএনসিসি) উত্তরা এলাকায় ১ হাজার ৯০টি সাইনবোর্ড উচ্ছেদ করেছে। উচ্ছেদকৃত সাইনবোর্ড নিলামে ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে ২৭টি মামলায় ২ লাখ ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলীর পরিচালনায় উত্তরা আজমপুর থেকে হাউস বিল্ডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৩০টি সাইনবোর্ড অপসারণ করা হয়। উচ্ছেদকৃত এসব সাইনবোর্ড নিলামে নয় হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া তিনটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের পরিচালনায় উত্তরা গাউছুল আজম এভিনিউতে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১১০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়। উচ্ছেদকৃত এসব সাইনবোর্ড নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া সাতটি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়ার পরিচালনায় মাসকট প্লাজা সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০০ টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়। ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের পরিচালনায় কুড়িল ফ্লাইওভার থেকে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ২৫০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়। উচ্ছেদকৃত এসব সাইনবোর্ড নিলামে ১১ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের পরিচালনায় জসিম উদ্দিন মোড় সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৩শটি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়। এছাড়া ৫টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর