মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি যৌক্তিক : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি যৌক্তিক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় গতকাল এ কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জাতীয় সংসদে উত্থাপনেরও আশ্বাস দেন শিক্ষকদের। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী  ফোরাম ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন এবং মুজিব জন্মশতবর্ষে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ শীর্ষক এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসডিজি লক্ষ্য অর্জনে সরকার উন্নত  দেশগুলোর আদলে বাংলাদেশেও শিক্ষকদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা

জাতীয়করণের দাবি যৌক্তিক। শিক্ষক সমাজের এ দাবি সময় মতো জাতীয় সংসদে তুলে ধরা হবে।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম. ফারুক, সংসদ সদস্য হাবিবা রহমান খান, ফোরামের যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. আবদুল জব্বার, জি এম শাওন, এনামুল ইসলাম মাসুদ প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর